দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র রাস্তা বেহাল হয়ে পড়ে থাকলেও হেলদোল ছিল না প্রশাসনের৷ দুর্ঘটনার আশঙ্কায় দশ কিলোমিটার রাস্তায় বাস চলাচল বন্ধ হয়ে যায়৷ এই পরিস্থিতিতে রাস্তা সারাইয়ের দাবিতে দক্ষিণ ২৪ পরগণার কুলতলি ব্লকের একেবারে দক্ষিণ প্রান্ত হুঁকোহারানিয়াতে পথে নামে এস ইউ সি আই (সি)৷
২০১৫ সাল থেকে কুলতলি ব্লকের মৈপীঠ উপকূল থানার প্রায় ৫৫ হাজার মানুষের নিত্য যাতায়াতের একমাত্র রাস্তাটি একটু একটু করে খারাপ হতে শুরু করে৷ পরে গুড়গুড়িয়া–ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের মৈপীঠ পাঁচমাথার মোড় পর্যন্ত রাস্তায় পিচের আস্তরণ উঠে যায়৷ পরিস্থিতি এমন হয় যে, কোনও গাড়ি যাওয়ারও উপায় নেই৷ সেই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হন হাজার হাজার বাসিন্দা৷ আগে জয়নগর থেকে দৈনিক ১৬টি বাস যেত মৈপীঠ পাঁচমাথার মোড় পর্যন্ত৷ বছর খানেক হতে চলল সেই বাস আর যায় না৷ অগত্যা ট্রেনে কলকাতায় যেতে আমজনতাকে দশ কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটে আসতে হয়৷ জেলা প্রশাসন, পূর্ত দপ্তর এমনকী ব্লক প্রশাসনের কাছে বারবার দরবার করেও কোনও সুরাহা না মেলায় ৭ জুন সকাল থেকে রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখায় এস ইউ সি আই (সি)৷ রাস্তায় কচুগাছ পুঁতে দেন ক্ষুব্ধ কর্মীরা৷ পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে৷
সূত্র : এই সময়, ৮ জুন, ২০১৮
(৭০ বর্ষ ৪৩ সংখ্যা ১৫জুন, ২০১৮)