রাশিয়ার নোভোসিবির্স্ক শহরের মানুষ গত ৯ মে স্থাপন করলেন মহান স্ট্যালিনের মর্মর মূর্তি৷ শহরের পুরসভার সিদ্ধান্ত অনুযায়ীই এ দিন আবরণ উন্মোচন করা হল মূর্তিটির৷
স্ট্যালিনবিরোধী অপপ্রচারের ধূলিঝড় সরিয়ে রাশিয়ার মানুষের চর্চায় নতুন করে উঠে আসছে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন গঠন ও রক্ষায় মহান স্ট্যালিনের অবিস্মরণীয় ভূমিকার কথা৷ গত এপ্রিল মাসে লেভাদা সেন্টারের করা একটি সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে রাশিয়ার ৭০ শতাংশ মানুষই মনে করেন সে দেশের ইতিহাসে স্ট্যালিন মহান ভূমিকা পালন করেছিলেন৷ বুর্জোয়া প্রচারমাধ্যমের হাজারো অপচেষ্টা সত্ত্বেও এখনও, শুধু রাশিয়াই নয় গোটা বিশ্বের মানুষ সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের বিস্ময়কর বিকাশে স্ট্যালিনের অতুলনীয় অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন৷ বিশ্ব জুড়ে যুদ্ধবিরোধী শান্তিকামী মানুষের স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে মানবসভ্যতার এক নম্বর দুশমন ফ্যাসিবাদী হিটলারের আক্রমণ থেকে দুনিয়াকে রক্ষার লড়াইয়ে মহান স্ট্যালিনের অবিস্মরণীয় ভূমিকার কথা৷ ইদানীং রাশিয়ার নানা জায়গায় নতুন করে মহান স্ট্যালিনের মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছেন সেখানকার মানুষ৷