রায়গঞ্জে কৃষকদের দৃপ্ত মিছিল

দিল্লির কৃষক আন্দোলন সমাজে কৃষকদের একটি মর্যাদার স্থান তৈরি করে দিয়েছে। ‘আমরা অন্নদাতা, আমাদের শ্রমেই মানুষের খাদ্য তৈরি হয়’–এই গর্ববোধ কৃষকদের চেতনাকে সমৃদ্ধ করেছে, অধিকারবোধে উদ্বুদ্ধ করছে, চালিত করছে দাবি আদায়ের ন্যায্য আন্দোলনে। এই অধিকারবোধ নিয়েই সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিডিও-র কাছে দাবিপত্র পেশ করেছে অল ইন্ডিয়া কিসান খেতমজদুর সংগঠনের রায়গঞ্জ ব্লক কমিটি। সংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভের সঙ্গে বলেন, প্রধানমন্ত্রী গ্রাম-সড়ক যোজনা বা রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প কোনওটাই বাস্তবায়িত হয়নি এই ব্লকের শীতগ্রাম ও রামপুরের দ্বীপনগরে, আদিয়ারে। পঞ্চায়েত সদস্য ও প্রধানদের বারবার বলেও কাজ হয়নি। ফলে কৃষকরা দাবিপত্রে গণস্বাক্ষর অভিযানের ডাক দেয়। পাকা রাস্তা নির্মাণ, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, সমস্ত ফসলের এমএসপি-র ব্যবস্থা করা ও সারের কালোবাজারি রোধের দাবি জানানো হয় স্মারকপত্রে।

আন্দোলনে নেতৃত্ব দেন ব্লক কমিটির সহ সভাপতি ধীরেন বর্মন, সদস্য মাঝি হেমরম, বিশ্বনাথ বর্মন এবং উত্তর দিনাজপুর জেলা উপদেষ্টা দুলাল রাজবংশী প্রমুখ।

লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৪ সংখ্যা ৪-১০ এপ্রিল ২০২৫  প্রকাশিত