Breaking News

রামপুরহাটে নৃশংস হত্যার তীব্র নিন্দা এস ইউ সি আই (সি)-র


বীরভূমের রামপুরহাটে নৃশংস হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২২ মার্চ এক বিবৃতিতে বলেন, তৃণমূল দলের উপপ্রধান খুন হওয়ার ঘটনা দুঃখজনক। কিন্তু তার বদলা হিসাবে যে ভাবে একের পর এক বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হল, শিশু সমেত ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হল, তার নিন্দায় কোনও ভাষাই যথেষ্ট নয়।
তিনি বলেন, সম্প্রতি যেভাবে একের পর এক রাজনৈতিক কর্মী ও নির্বাচিত সদস্যরা কার্যত পুলিশের পরিকল্পিত নিষ্ক্রিয়তায় প্রকাশ্যে দুষ্কৃতীদের হাতে নিহত হলেন, তাতেই স্পষ্ট এ রাজ্যে পুলিশি ব্যবস্থা এবং সাধারণ মানুষের নিরাপত্তা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তিনি বলেন, আমরা অবিলম্বে প্রতিটি হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করছি এবং এর প্রতিবাদে রাজ্য জুড়ে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।