রাজ্য সরকারের ধ্বংসাত্মক আবগারি নীতি

 

মদ বিক্রি করে দশ হাজার কোটি টাকা রাজস্ব আদায় প্রসঙ্গে এস ইউ সি আই (সি) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৩১ মার্চ এক প্রেস বিবৃতিতে বলেন,

‘‘মদ বিক্রি করে দশ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের জন্য রাজ্য সরকারের আবগারি দপ্তরে যখন খুশির বন্যা বয়ে যাচ্ছে তখন ওই দপ্তরের মন্ত্রী কি জানেন এর জন্য কত পরিবার উচ্ছন্নে গেছে, কত পডুয়া কে স্কুল ছাডতে হয়েছে, অনাহার মৃত্যুতে কত মায়ের কোল খালি হয়েছে, কত নারীর ইজ্জত নষ্ট হয়েছে? তাঁরা কেবল রাজস্বের পরিমাণটা দেখলেন? বিনিময় মূল্যটা দেখলেন না? সিপিএম পরিচালিত বিগত সরকার মদের ঢালাও লাইসেন্স দেওয়া শুরু করেছিল, তৃণমূল তাকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে৷ রাজ্য সরকারের এই ধ্বংসাত্মক আবগারি নীতির আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি৷ এস ইউ সি আই (সি) দল রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছে৷ সেই আন্দোলনের চাপে ভোটের মুখে সরকার সাময়িকভাবে নতুন অনুমোদিত ১২০০ মদের দোকান খোলা স্থগিত করেছে৷ রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবিতে আগামী দিনে দলের তরফ থেকে তীব্র আন্দোলন গডে তুলে সরকারকে এই নীতি প্রত্যাহার করতে বাধ্য করা হবে’’৷

(গণদাবী : ৭১ বর্ষ ৩৪ সংখ্যা)