পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের দ্বিতীয় রাজ্য সম্মেলন হতে চলেছে আগামী মার্চ মাসে। তারই প্রস্তুতি হিসাবে পৌরসভা ভিত্তিক কমিটি গঠন এবং জেলা কমিটি গঠিত হচ্ছে বিভিন্ন জেলায় এবং পৌরসভায়। জানুয়ারিতেই ৬টি জেলায় এবং ২০টি পৌরসভায় কমিটি গঠিত হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলায় কমিটি গঠন ও পৌরসভাগুলোতে কমিটি গঠিত হয়েছে।
পৌর স্বাস্থ্যকর্মীদের স্থায়ী কর্মীর স্বীকৃতি, প্রাপ্য সম্মান ও মর্যাদার দাবি, বিগত ১৩ সাল থেকে বসে যাওয়া সমস্ত পৌর স্বাস্থ্যকর্মীদের অবসরকালীন ভাতার দাবি, অবসরের বয়সসীমা ৬৫ বছর করা ও বেতন বৃদ্ধি এবং দ্রুত সরকারি নির্দেশনামা প্রকাশের দাবিতে আন্দোলন চলছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সভাপতি সুচেতা কুণ্ডু।