Breaking News

রাজ্য যুবশিবির পুরুলিয়ায়

অভয়ার ন্যায়বিচারের দাবিতে ও শক্তিশালী যুব আন্দোলনের পরিপূরক উন্নত রুচি সংস্কৃতি ও মূল্যবোধসম্পন্ন যুব চেতনা গড়ে তুলতে ৩-৫ জানুয়ারি পুরুলিয়ার এমএসএ স্টেডিয়াম ও সংলগ্ন ময়দানে সম্পন্ন হল এআইডিওয়াইও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি পরিচালিত যুব উৎসব। উদ্বোধন করেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড অমরজিৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন অভ্যর্থনা কমিটির সভাপতি অ্যাডভোকেট বিজয় কুমার। প্রধান বক্তা ছিলেন এস ইউ সি আই (সি) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড কমল সাঁই। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড নিরঞ্জন নস্কর। আট শত যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

উৎসবের সূচনায় অভয়ার ন্যায়বিচার সহ যুবকদের নিজস্ব দাবিতে একটি প্রতিবাদ মিছিল পুরুলিয়া শহর পরিক্রমা করে। রোড রেস, ফুটবল, ভলিবল, মহিলাদের কাবাডি সহ নাটক, সমবেত সঙ্গীত, আবৃত্তি, বত্তৃতাসহক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ও নানা সাংস্কৃতিক কর্মসূচিতে প্রতিনিধিরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। পুরুলিয়ার ছৌ নাচ ও একটি লোকসঙ্গীত দলের পরিবেশনায় এই উৎসব আনন্দ মুখরিত হয়ে ওঠে। সমাপ্তি অধিবেশনে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।