এআইডিএসও-র রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় নির্বাচনসর্বস্ব রাজ্য বাজেটের নিন্দা করে ৮ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, আমরা আশা করেছিলাম এই বাজেটে স্কুল ও উচ্চশিক্ষায় পরিকাঠামোগত উন্নয়ন, শূন্যপদে শিক্ষক নিয়োগ, উচ্চশিক্ষায় সরকারি বরাদ্দ বৃদ্ধি করবে সরকার। কিন্তু এই বাজেটে তার কোনও রেশ দেখা গেল না।
পুরো বাজেটেই মূলত দান খয়রাতিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। শিক্ষার সামগ্রিক পরিবেশকে গড়ে তোলা ও তা রক্ষা করার উপযুক্ত কোনও পদক্ষেপ নেই। কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সরকারও বাজেটে গঠনমূলক শিক্ষার থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার দিকে জোর দিল, যা বাস্তবে জাতীয় শিক্ষানীতি চালু করারই নামান্তর।
অনলাইন শিক্ষা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ বৃদ্ধির দিকে জোর দেওয়া হয়েছে, যা আসলে শিক্ষার সার্বিক বেসরকারিকরণের পথে আরও এক পদক্ষেপ। আমরা সরকারের এই শিক্ষাবিরোধী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে সমস্ত ছাত্রছাত্রীদের আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।