এ বছর পাটচাষের উপযোগী আবহাওয়া থাকায় পাটের উৎপাদন ভাল হয়েছে এবং বাজারে উঠতেও শুরু করেছে৷ কিন্তু কেন্দ্রের জে সি আই দীর্ঘদিন পাট কিনতে বাজারে নামছে না৷ এ দিকে রাজ্য সরকারের পক্ষ থেকেও পাট কেনার কোনও ব্যবস্থা নেই৷ এই সুযোগে ফড়ে ও দালালরা ইচ্ছা মতো দাম কমিয়ে দিয়ে চাষিদের জলের দরে পাট বিক্রি করতে বাধ্য করছে৷ সমস্যাটা বহু বছরের৷ কিন্তু কেন্দ্র ও রাজ্যের কোনও সরকারই, প্রাক্তন থেকে বর্তমান, কেউই এই সমস্যা সমাধানের চেষ্টা করেনি৷ সংগঠনের কোচবিহার–জলপাইগু ও দার্জিলিং জেলার পক্ষ থেকে যথাক্রমে কমরেডস রুহল আমিন, হরিভক্ত সরদার এবং আবুল কাশেম বলেন, ৬ দফা দাবিতে আমরা ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দিয়েছি৷ আমাদের দাবি, পাটের দাম ন্যূনতম ৮ হাজার টাকা প্রতি কুইন্টাল করতে হবে, জেসিআইকে সক্রিয় করার পাশাপাশি রাজ্য পাটক্রয় নিগম চালু করতে হবে, উত্তরবঙ্গে পাটকল চালু করতে হবে৷