তামিলনাড়ু : ২১–২২ অক্টোবর চেন্নাইয়ে তামিলনাড়ু রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কমরেড কে রাধাকৃষ্ণ, কমরেড কে শ্রীধর এবং কমরেড শঙ্কর ঘোষ৷ কমরেড এ রেঙ্গাস্বামীকে সম্পাদক নির্বাচিত করে ১২ সদস্য বিশিষ্ট তামিলনাড়ু রাজ্য সংগঠনী কমিটি গঠিত হয়৷
কেরালা : ত্রিশূর জেলায় দলের কেরালা রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় ১২ অক্টোবর৷ উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কে রাধাকৃষ্ণ৷ ১৩–১৪ অক্টোবর অনুষ্ঠিত প্রতিনিধি অধিবেশন উদ্বোধন করেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কমরেড অমিতাভ চ্যাটার্জী৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কমরেড সুভাষ দাশগুপ্ত৷ সম্মেলন থেকে কমরেড ভি ভেনুগোপালকে সম্পাদক করে ২০ সদস্যের নতুন রাজ্য কমিটি গঠিত হয়৷
উত্তরাখণ্ড : উত্তরাখণ্ডের দেরাদুনে এস ইউ সি আই (সি)–র রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়৷ মহান চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে কনভেনশন শুরু হয়৷ মহান নেতার উপর রচিত সঙ্গীত পরিবেশিত হয়৷ তিনটি বড় জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন দলের বিহার রাজ্য সম্পাদক কমরেড অরুণ কুমার সিং ও মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক কমরেড প্রতাপ সামল৷
কমরেড মুকেশ সেমওয়ালকে সম্পাদক করে ৬ জনের রাজ্য সংগঠনী কমিটি গঠিত হয়৷ অন্যান্য সদস্যরা হলেন কমরেডস হরিশ ভিস্ট, বিজেতা, মোহিত নেগি, প্রভীন এবং রেশমা৷
(৭১ বর্ষ ১৩ সংখ্যা ৯ – ১৫ নভেম্বর, ২০১৮)