রাজ্যে রাজ্যে পার্টি সম্মেলন

আসাম

আসাম : এস ইউ সি আই (সি)–র আসন্ন তৃতীয় পার্টি কংগ্রেসের প্রস্তুতি পর্বে তৃতীয় আসাম রাজ্য সম্মেলন ১৮–১৯ সেপ্টেম্বর গুয়াহাটির লক্ষ্মীরাম বরুয়া সদনে অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সৌমেন বসু ও দলের ঝাড়খণ্ড রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক এবং সেন্ট্রাল স্টাফ মেম্বার কমরেড রবীন সমাজপতি৷

রাজ্য কমিটির প্রবীণ সদস্য কমরেড কান্তিময় দেব, কমরেড আজহার হুসেইন ও কমরেড জয়নাল আবেদিনকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলীর পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন উত্থাপন করেন কমরেড চন্দ্রলেখা দাস৷ প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনা এবং সংশোধন, সংযোজনের মধ্য দিয়ে সম্পাদকীয় প্রতিবেদন গৃহীত হয়৷ জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি সংক্রান্ত খসড়া দলিলের উপর বিস্তারিত আলোচনা হয় এবং কিছু সংশোধনী ও সংযোজনের মাধ্যমে দলিল দুটি গৃহীত হয়৷ কমরেড চন্দ্রলেখা দাসকে সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন রাজ্য কমিটি গঠিত হয়৷

মধ্যপ্রদেশ : ২২–২৩ সেপ্টেম্বর ভোপালে মধ্যপ্রদেশ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ১০টি জেলা থেকে প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন৷ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শংকর সাহা পরিচালক হিসাবে উপস্থিত ছিলেন৷ এছাড়া পার্টির সেন্ট্রাল স্টাফ মেম্বার কমরেডস স্বপন চ্যাটার্জী এবং ধূর্জটি দাস উপস্থিত ছিলেন৷ কমরেড প্রতাপ সামলকে সম্পাদক নির্বাচিত করে ১২ জনের রাজ্য কমিটি গঠিত হয়৷

কর্ণাটক : ২১ সেপ্টেম্বর এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর কর্ণাটক রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় গুলবর্গা শহরে৷ তিন হাজারের বেশি মানুষের বিশাল মিছিলে শ্রমিক–কৃষক–আশাকর্মী থেকে শুরু করে বুদ্ধিজীবীরাও অংশ নেন৷ বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কে রাধাকৃষ্ণ, কর্ণাটক রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড কে উমা, কমরেড ভি ভেনুগোপাল এবং সেন্ট্রাল স্টাফ মেম্বার কমরেড সুভাষ দাশগুপ্ত৷ ২২ থেকে ২৪ সেপ্টেম্বর প্রতিনিধি অধিবেশনে আন্তর্জাতিক ও জাতীয় পরিস্থিতি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির দলিল নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেন৷ সম্মেলন থেকে কমরেড কে উমাকে সম্পাদক নির্বাচিত করে ১২ জনের রাজ্য কমিটি গঠিত হয়৷ পার্টি কংগ্রেসের প্রতিনিধিদেরও রাজ্য সম্মেলন নির্বাচিত করে৷ সর্বশেষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সৌমেন বসু৷

 

 

(৭১ বর্ষ ১০ সংখ্যা ৫ -১১ অক্টোবর, ২০১৮)