Breaking News

রাজ্যে রাজ্যে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মধ্যপ্রদেশ

পাঞ্জাব: এসইউসিআই (সি)–র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৯ এপ্রিল পাঞ্জাবের পাতিয়ালায় প্রভাত–পার্বনা ট্রেড ইউনিয়ন সেন্টারে জনসভা অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন দলের পাঞ্জাব রাজ্য সংগঠনী কমিটির সম্পাদক কমরেড অমিন্দার পাল সিং৷ প্রধান বক্তা ছিলেন দলের মধ্যপ্রদেশ রাজ্য সংগঠনী কমিটির সম্পাদক কমরেড প্রতাপ সামল৷

মুম্বাই

মহারাষ্ট্র: ২৮ এপ্রিল মুম্বাই সাংগঠনিক কমিটির উদ্যোগে মহাত্মা ফুলে ভবনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন কমিটির সম্পাদক কমরেড অনিল ত্যাগী৷ প্রধান বক্তা ছিলেন গুজরাট সাংগঠনিক কমিটির সম্পাদক কমরেড দ্বারিকানাথ রথ৷

মধ্যপ্রদেশ: ২৭ এপ্রিল মধ্যপ্রদেশের ভোপালে নিলম পার্কে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়৷ প্রধান বক্তা ছিলেন ঝাড়খণ্ড রাজ্য সম্পাদক কমরেড রবীন সমাজপতি৷ এছাড়াও বক্তব্য রাখেন মধ্যপ্রদেশ রাজ্য সংগঠনী  কমিটির সম্পাদক কমরেড প্রতাপ সামল৷ সভাপতিত্ব করেন মধ্যপ্রদেশ রাজ্য সংগঠনী কমিটির সদস্য কমরেড লোকেশ শর্মা৷

উত্তরপ্রদেশ: এসইউসিআই (সি)–র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৯ এপ্রিল উত্তরপ্রদেশের লখনউতে রাজ্যস্তরীয় জনসভা অনুষ্ঠিত হয়৷ প্রধান বক্তা ছিলেন দলের বিহার রাজ্য কমিটির সম্পাদক কমরেড অরুণকুমার সিং৷ এছাড়াও বক্তব্য রাখেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড বেচন আলি৷ সভাপতিত্ব করেন রাজ্য অফিস সম্পাদক কমরেড জগন্নাথ ভার্মা৷

(৭০ বর্ষ ৩৯ সংখ্যা ১৮ মে, ২০১৮)