রাজ্যে রাজ্যে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হায়দরাবাদ

শিলচর–আসাম : এস ইউ সি আই (সি) কাছাড় জেলা কমিটির উদ্যোগে ২৪ এপ্রিল দলের ৭১তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়৷ সুসজ্জিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীভবনে সমবেত হয় এবং সেখানেই সভা অনুষ্ঠিত হয়৷ সমাবেশের শুরুতেই প্রতিষ্ঠা দিবসের উপর রচিত সঙ্গীত এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তথা এ যুগের অন্যতম শ্রেষ্ঠ মার্কসবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষ  স্মরণে  সঙ্গীত পরিবেশন করে দলের

আসাম

সঙ্গীতগোষ্ঠী৷ সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুব্রত নাথ৷ জেলা কমিটির সম্পাদক কমরেড শ্যামদেও কুর্মীর সভাপতিত্বে সভায় মুখ্য বক্তা ছিলেন দলের আসাম রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য কমরেড সুরতজামান মণ্ডল৷ তিনি দল গঠনের ইতিহাস, বর্তমান রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি এবং পুঁজিবাদী শোষণ–শাসনের উপর বিস্তারিত বক্তব্য তুলে ধরেন৷ এই পুঁজিবাদী শোষণ–শাসনকে প্রতিহত করতে এস ইউ সি আই (সি) দলের নেতৃত্বে উন্নত নীতি–নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷

হরিয়ানা

হরিয়ানা : এস ইউ সি আই (সি)–র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের হরিয়ানা রাজ্য কমিটির উদ্যোগে ২৪ এপ্রিল রোহতকে এক জনসভা অনুষ্ঠিত হয়৷ প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড শংকর সাহা, সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য সম্পাদক কমরেড সত্যবান৷

তেলেঙ্গানা : ২৮ এপ্রিল হায়দরাবাদের খৈরতাবাদ লাইব্রেরি হলে এস ইউ সি আই (সি)–র ৭১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন তেলেঙ্গানা রাজ্য সংগঠনী কমিটির সম্পাদক কমরেড মুরাহরি৷ প্রধান বক্তা ছিলেন পলিটব্যুরো সদস্য কমরেড অসিত ভট্টাচার্য৷ তিনি সর্বভারতীয় স্তরে বিজেপি ও সংঘ পরিবারের সাম্প্রদায়িক রাজনীতি এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করে বলেন, আজ প্রয়োজন যথার্থ বামশক্তির উত্থান৷ সিপিএমের অনুসৃত অবাম নীতির পরিণামে ত্রিপুরায় বিজেপির ক্ষমতা দখল এবং পশ্চিমবঙ্গে শক্তি বৃদ্ধির উল্লেখ করে কমরেড অসিত ভট্টাচার্য বলেন, আজকের দিনে মার্কসবাদ–লেনিনবাদ সর্বোন্নত উপলব্ধি কমরেড শিবদাস ঘোষের চর্চার মধ্য দিয়ে বিকল্প সংগ্রামী বামপন্থার জাগরণ ঘটাতে হবে৷ কেন্দ্রীয় স্টাফ কমরেড কে শ্রীধর বলেন, শক্তিশালী গণআন্দোলনই ফ্যাসিবাদ প্রতিরোধের শক্তি৷

পুদুচেরি

পুদুচেরি : ২৪ এপ্রিল এসইউসিআই (সি)–র ৭১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে পুদুচেরির সুদেশী কটন মিলের কাছে এক জনসভা অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন দলের পুদুচেরি রাজ্য সংগঠনী কমিটির সম্পাদক কমরেড লেনিনদুরাই৷ সভার শুরুতে জয়ামূর্তি সঙ্গীত গোষ্ঠী সঙ্গীত পরিবেশন করে৷ প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্টাফ কমরেড কে শ্রীধর৷ তাঁর ইংরাজি ভাষণ তর্জমা করেন তামিলনাড়ু রাজ্য সংগঠনী কমিটির সদস্য কমরেড অনাভরথন৷

রাজস্থান

রাজস্থান : ২৯ এপ্রিল জয়পুরে লুনিয়াবাস–এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়৷ প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড গোপাল কুণ্ডু৷ তিনি রাজস্থানের বিজেপি সরকারের ব্যর্থতা তুলে ধরে তার বিরুদ্ধে এসইউসিআই (সি)–র নেতৃত্বে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷ সভাপতিত্ব করেন রাজস্থান রাজ্য সংগঠনী কমিটির সদস্য কমরেড রাজমল শর্মা৷ সূচনায় বক্তব্য রাখেন সংগঠনী কমিটির সদস্য আর ডি চৌধুরী৷ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড প্রতিভা নায়ক উপস্থিত ছিলেন৷

অন্ধ্রপ্রদেশ : ৩০ এপ্রিল অন্ধ্রপ্রদেশ রাজ্য সংগঠনী কমিটির উদ্যোগে গুন্টুরে সভা অনুষ্ঠিত হয়৷ প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় স্টাফ কমরেড কে শ্রীধর৷ সভাপতিত্ব করেন কমরেড এস গোবিন্দারাজুলু৷ রাজ্য সম্পাদক কমরেড বি এস অমরনাথ সভায় বক্তব্য রাখেন৷

(৭০ বর্ষ ৩৬ সংখ্যা ২৭ এপ্রিল, ২০১৮)