Breaking News

রাজ্যে রাজ্যে ছাত্র সম্মেলন

ত্রিপুরাঃ ২৮-২৯ সেপ্টেম্বর ভারতের বিপ্লবী ছাত্র সংগঠন এআইডিএসও-র দ্বিতীয় ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রকাশ্য অধিবেশনের পর এক ছাত্র মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিটি সেন্টারে শেষ হয়। প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। প্রথমে রাজ্যের শিক্ষার বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সৌরভ ঘোষ। উপস্থিত ছিলেন সর্বভারতীয় সহ-সভাপতি প্রোজ্জ্বল দেব, রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার, রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য প্রমুখ নেতৃবৃন্দ।

সম্মেলনে রাজু আচার্যকে সম্পাদক ও রামপ্রসাদ আচার্যকে সভাপতি করে ২৮ জনের এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটি গঠিত হয়। পরে প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাজ্যের গণআন্দোলন ও সাংস্কৃতিক আন্দোলনের বিশিষ্ট নেতা, এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক অরুণ কুমার ভৌমিক।

ছত্তিশগড়ঃ ১ অক্টোবর ছত্তিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত হল এ আই ডি এস ও-র দ্বিতীয় রাজ্য সম্মেলন। সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য সমর মাহাতো। প্রতিনিধি অধিবেশনে জাতীয় শিক্ষানীতি, শিক্ষা-সংস্কৃতি-মানবতার উপর আক্রমণের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়। মহিলাদের উপর ক্রমবর্ধমান আক্রমণ রোধে প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবি ওঠে।

সংগঠনের সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অতীন সাহু প্রতিনিধি অধিবেশন পরিচালনা করেন। ছত্তিশগড় সরকার ৪ হাজার ৭৭টি স্কুল বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে সম্মেলনে তার তীব্র নিন্দা করা হয়। শূন্যপদে শিক্ষক নিয়োগ এবং শিক্ষার পরিকাঠামো উন্নত করার দাবি জানান প্রতিনিধিরা। এ আই ডি এস ও-র পূর্বতন রাজ্য কো-অর্ডিনেটর এবং এস ইউ সি আই (সি) দলের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ হারোড়ে সম্মেলনে বক্তব্য রাখেন।