অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ২১ ডিসেম্বর এক প্রতিনিধিদল রাজ্যপালের কাছে স্মারকলিপি দেন। রাজ্য সম্পাদক কল্পনা দত্ত, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রুনা পুরকাইত, স্বপ্না দাশগুপ্ত সহ ৮ জনের এক প্রতিনিধিদল এই স্মারকলিপি দিতে যান। রাজ্যপালের অনুপস্থিতিতে তাঁর অফিস এই স্মারকলিপি গ্রহণ করে। বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করা হয় দু ‘সপ্তাহ ধরে। এ ছাড়াও অন লাইনে সই সংগ্রহ করা হয়। কেন্দ্রীয় সরকারের মানুষ মারা কৃষি বিল সম্পূর্ণ প্রত্যাহার, বিদ্যুৎ বিল সংশোধনী ২০২০ প্রত্যাহার, মদ নিষিদ্ধ করা ও নারীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই স্মারকলিপি। সম্পাদক জানান,আমরা রাজ্যপালকে বিষয়গুলিতে হস্তক্ষেপের দাবি জানিয়েছি। দিল্লিতে আমাদের সংগঠনের প্রতিনিধিরা কৃষক আন্দোলনকারীদের পাশে রয়েছেন। আন্দোলন সফল করার জন্য আমাদের লড়াই চলবে।