রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী পালিত

২২ মে ভারতবর্ষের নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের ২৫২তম জন্মদিবস পালিত হল নানা স্থানে। বাংলা তথা ভারতের সমাজ যখন অজ্ঞানতা আর কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত, সেই সময় সকল প্রতিবন্ধকতাকে চূর্ণ করে রামমোহন রায় এগিয়ে এসেছিলেন সেই অন্ধকার দূর করতে। সতীদাহ প্রথা নিবারণ, পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন ও কূপমণ্ডুকতার বিরুদ্ধে তাঁর লড়াই চিরস্মরণীয়। তাঁর পাণ্ডিত্য ও দৃঢ়তা বহু বিশিষ্ট জনকে আকৃষ্ট করেছিল। পরবর্তীকালে তাঁর পথ ধরেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাব।

রামমোহন রায়ের জীবনসংগ্রাম থেকে শিক্ষা গ্রহণ করার জন্য হুগলিতে ‘রাজা রামমোহন রায় সার্ধ দ্বি-শত জন্মবার্ষিকী পালন কমিটি’ গত তিন বছর ধরে নানা কর্মসূচি পালন করে চলেছে। এ বছরেও তাঁর জন্মদিনে শ্রীরামপুর বাসস্ট্যান্ড থেকে রাজা রামমোহন রায়ের বসতবাড়ি রঘুনাথপুর পর্যন্ত সুসজ্জিত পদযাত্রা হয়। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন বহু মানুষ। সেখান থেকে তাঁর জন্মস্থান রাধানগরে মিছিল করে গিয়ে নানা অনুষ্ঠানে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পরিচালনা করেন কমিটির সদস্য রীতা মাইতি।