রাজস্থানে নারকীয় হত্যা

 

আরএসএস–বিজেপির সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর ষড়যন্ত্র প্রতিরোধ করুন

৯ ডিসেম্বর এসইউসিআই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ এক বিবৃতিতে বলেন, ‘গত ৭ ডিসেম্বর রাজস্থানের রাজসমন্দ জেলায় এক ধর্মোন্মাদ খুনি যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন শ্রমিককে কুপিয়ে এবং পুড়িয়ে হত্যা করেছে, সেই নারকীয়তায় গোটা দেশ বাকরুদ্ধ৷ খুনি ঐ বীভৎস হত্যাকাণ্ডের ভিডিও স্যোসাল মিডিয়ায় দিয়েছে যেখানে প্রকাশ্যে তার হুমকি ‘এ দেশে যে লাভ–জিহাদ করবে তার এই দশাই হবে৷’ এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, ক্ষমতায় বসে আরএসএস–বিজেপি দেশটাকে কসাইখানা বানাতে চায়৷ এ জন্যই তারা সশস্ত্র দুষ্কৃতীদের ছাড় দিয়ে রেখেছে যাতে তারা অবাধে মুসলিম ও দলিতদের খুন করে যেতে পারে গো–হত্যা, লাভ–জিহাদ, ঘর–ওয়াপসি ইত্যাদি নানা অজুহাতে৷

মানুষের মধ্যে ধর্মকে ভিত্তি করে কুৎসিত বিভাজন আনতে, নিপীড়িত জনতার মূল দাবিগুলোকে আড়াল করতে, এক সম্প্রদায়ের বিরুদ্ধে অন্যকে লড়িয়ে দিতে এবং সীমাহীন শোষণ–নির্যাতন–আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রামী ঐক্যকে ভাঙতেই পুঁজিবাদের এই সমস্ত ষড়যন্ত্র৷’

‘আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও খুনির চরমতম শাস্তি দাবি করছি এবং সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আহ্বান রাখছি, ক্রমবর্ধমান সাম্প্রদায়িকতা–ধর্মান্ধতা-বর্বরতা রুখতে তারা ঐক্যবদ্ধ হয়ে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলুন৷’