রাজস্থানের পিলানিতে জলের সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এস ইউ সি আই (সি) এবং অল ইন্ডিয়া ডি ওয়াই ও যৌথভাবে গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি নেয়৷ ১০ দিন স্বাক্ষর সংগ্রহের পর ১৭ জুন পিলানির প্রধান বাজার থেকে পৌরসভা পর্যন্ত মিছিল করে পৌর আধিকারিকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেওয়া হয়৷ জলের ব্যবসায়ীকরণ বন্ধ করে সাধারণ মানুষকে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার দাবিতে সোচ্চার হয়ে ওঠে মিছিল৷ দল ও গণসংগঠনের পক্ষ থেকে কমরেডস শঙ্কর দাহিয়া ও বিষ্ণু বর্মা দাবি জানান, যতদিন জল সরবরাহের সুষ্ঠু ব্যবস্থা না হয়, প্রশাসনকে বিকল্প ব্যবস্থা করতে হবে৷