সরকারের পক্ষ থেকে টিভিতে, রেডিওতে, সোস্যাল মিডিয়ায়, এমনকি কাউকে ফোন করলেই শোনানো হচ্ছে সাবধানবাণী– করোনার হাত থেকে বাঁচতে মাস্ক পরুন। কিন্তু কোথায় মাস্ক! বাজারে তা অপ্রতুল। দাম বেঁধে দেওয়া সত্ত্বেও চলছে কালোবাজারি। মানুষ আশা করেছিল, সরকার বিনামূল্যে গরিব মানুষকে মাস্ক দেবে। সরকার হাত গুটিয়ে নিলেও যুব সংগঠন অল ইন্ডিয়া ডি ওয়াই ও-র রাজস্থানের পিলানি-ঝুনঝুনা আঞ্চলিক কমিটির স্বেচ্ছাসেবকরা কাঁচামাল সংগ্রহ করে ঘরের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় কয়েক হাজার মাস্ক তৈরি করেন (ছবি) এবং বিনামূল্যে তুলে দেন ওই অঞ্চলের গরিব মানুষদের হাতে।
গুজরাট : গুজরাটের পাটি নেতা-কর্মীরা এই সময় মানুষকে বিনামূল্যে মাস্ক দেবার জন্য নিজেরা ঘরে অথবা অফিসে নিজ হাতে মাস্ক তৈরি করেন। রাজ্য সম্পাদক কমরেড মীনাক্ষী যোশীর নেতৃত্বে কমরেডরা আমেদাবাদের পাড়ায় পাড়ায় দরজায় কড়া নেড়ে সেই মাস্ক তুলে দিয়েছেন অধিবাসীদের হাতে।