Breaking News

রাজনৈতিক সংঘর্ষে ভাটপাড়ায় বন্ধ চটকল অবিলম্বে খোলার দাবি এ আই ইউ টি ইউ সি–র

এ আই ইউ টি ইউ সি–র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য ভাটপাড়া–কাঁকিনাড়ার উত্তপ্ত অশান্ত পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়া চটকলগুলি পুনরায় চালু করার দাবি জানালেন শ্রমমন্ত্রীর কাছে৷ ২৪ জুন পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী এবং অ্যাডিশনাল লেবার কমিশনারের উপস্থিতিতে ব্যারাকপুরে শ্রমিক প্রতিনিধিদের সভায় তিনি বলেন, ভাটপাড়া–কাঁকিনাড়ার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক৷ নির্বাচনোত্তর পরিস্থিতিতে দু’টি রাজনৈতিক দলের এলাকা দখল এবং গদি দখলের রাজনীতির জন্য তা ভয়ঙ্কর রূপ নিয়েছে৷ খুন, দাঙ্গা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বোমা–গুলির লড়াইয়ে বহু শ্রমিক আজ ঘরছাড়া৷ ব্যবসা–বাণিজ্য–বাজ বন্ধ, স্কুল বন্ধ৷ আতঙ্কিত শ্রমিকদের ফিরিয়ে এনে কল–কারখানায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হলে ওই দু’টি রাজনৈতিক দলের নেতাদের সদিচ্ছা এবং বোধোদয় হওয়া দরকার৷ এর সাথে প্রয়োজন প্রশাসনের নিরপেক্ষ উদ্যোগ৷ তিনি স্মরণ করিয়ে দেন ১০০ বছরের পুরনো এই চটকল অধ্যুষিত শিল্পাঞ্চলে জাত–পাত–ধর্ম–বর্ণ নির্বিশেষে শ্রমিকরা একসাথে বসবাস করছে, ঐক্যবদ্ধ ভাবে কারখানায় কাজ করছে৷ এই শিল্পাঞ্চল যেন ‘ছোট ভারতবর্ষ’– ভারতের একটি প্রতিরূপ৷ কিন্তু ঘৃণ্য রাজনৈতিক উস্কানি এবং মদতে আজ ঐক্য ও সম্প্রীতি নষ্ট হয়েছে৷ ফলে সমস্ত ট্রেড ইউনিয়ন এবং দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মিছিল, সভা ইত্যাদির উদ্যোগ নিতে হবে৷ সমস্ত শ্রমিককে ঐক্যবদ্ধ করতে হবে৷

কমরেড দিলীপ ভট্টাচার্যের এই প্রস্তাব উপস্থিত সমস্ত শ্রমিক প্রতিনিধিরা সমর্থন করেন৷ শ্রমমন্ত্রী বলেন, এই প্রস্তাব তিনি প্রশাসনের কাছে পৌঁছে দেবেন৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৬ সংখ্যা)

About Ganadabi

Check Also

স্থগিত নয়, মেট্রোর ভাড়াবৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করো

জনরোষের চাপে অবশেষে মেট্রোরেল কর্তৃপক্ষ রাতের শেষ মেট্রো ভাড়ার উপর দশ টাকা সারচার্জ বসানোর প্রস্তাব …