স্থায়ী কাজে নিযুক্ত ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ ও সম কাজে সম বেতন প্রদান, প্রতি বছর পুলিশ ভেরিফিকেশনের নামে ঠিকা শ্রমিকদের হয়রানি বন্ধ করা, অভিজ্ঞতার নিরিখে নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতি, ই এস আই-এর যথার্থ রূপায়ণ সহ ৯ দফা দাবিতে ৯ ফেব্রুয়ারি এআইইউটিইউসি অনুমোদিত রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন (ডি ভি সি) কন্ট্রাক্টরস এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃত্বে প্ল্যান্ট গেটে সারাদিনব্যাপী বিক্ষোভ সমাবেশ সংঘটিত হয়।
বিভিন্ন বিভাগে স্থায়ী কাজে নিযুক্ত ৪০০-র বেশি শ্রমিক-কর্মচারী এই সমাবেশে অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য এবং অল ইন্ডিয়া পাওয়ারমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড সমর সিনহা, পুরুলিয়া জেলা সম্পাদক ও ইউনিয়নের সভাপতি কমরেড প্রবীর মাহাতো, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড নবনী চক্রবর্তী এবং ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড চিন্ময় ব্যানার্জী।
কমরেড সমর সিনহার নেতৃত্বে পাঁচজনের এক প্রতিনিধি দল থার্মাল প্ল্যান্টের হেড অফ দ্যা প্রজেক্টের কাছে স্মারকলিপি পেশ করে। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে অবিলম্বে দাবিগুলির মীমাংসা না হলে সংশ্লিষ্ট শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।