১৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বয়েজ হাই স্কুলে পিএমপিএআই রঘুনাথগঞ্জ ১ ও ২ ব্লক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন চিকিৎসক মাহবুবুর রহমান৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের রাজ্য সহ সভাপতি ডাঃ রবিউল আলম৷ জঙ্গীপুর মহকুমার বিশিষ্ট সার্জেন ডাঃ ড্যানিয়েল মোস্তাফি, ডাঃ বিমানকুমার দাস, ডাঃ হেফজুর রহমান, ডাঃ সঞ্জীব চক্রবর্তী সহ তিন শতাধিক গ্রামীণ চিকিৎসক সম্মেলনে প্রতিনিধিত্ব করেন৷ সংগঠনের দাবি বৈজ্ঞানিক ভিত্তিতে কোর্স কারিকুলাম তৈরি করে ৬ মাস থেকে ১২ মাসের রেজিস্টার্ড ডাক্তারদের দিয়ে ট্রেনিং দিতে হবে, কোর্স শেষে সার্টিফিকেট দিতে হবে, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে, গ্রামীণ চিকিৎসক, যাঁরা ট্রেনিংপ্রাপ্ত হয়েছেন, তাঁদের স্বাস্থ্য পরিকল্পনায় যুক্ত করতে হবে, দালাল চক্র বন্ধ করতে হবে, হাসপাতালের বেসরকারিকরণ ও ব্যবসায়ীকরণ বন্ধ করতে হবে, বিনামূল্যে জীবনদায়ী ঔষধ সরবরাহ করতে হবে৷ প্রধান বক্তা সংগঠনের উপদেষ্টা ডাঃ গৌরাঙ্গ প্রামাণিক গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণের বিষয় নিয়ে আন্দোলন গড়ে তোলার জন্য ব্লক হাসপাতালগতভাবে ডেপুটেশন, মিছিল করার ও ১৮ মার্চ কলকাতা নবান্ন অভিযানে দলে দলে যোগদান করার আহ্বান জানান৷