বম্বে হাইকোর্টের বিচারপতি পুষ্পা বীরেন্দ্র গানেড়িওয়ালার পকসো আইন সংক্রান্ত নজিরবিহীন রায়ের পরিপ্রেক্ষিতে এআইএমএসএস-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদিকা কমরেড কল্পনা দত্ত ২৯ জানুয়ারি এক বিবৃতিতে বলেন,
বম্বে হাইকোর্টের বিচারপতি পুষ্পা গানেড়িওয়ালা পকসো আইন সংক্রান্ত দুটি বিতর্কিত রায় দিয়েছেন মাত্র দু’দিনের ব্যবধানে। দু’টি পৃথক মামলার বিচারে এই দুটি রায় দেওয়া হয় যা দেশের সাধারণ মানুষকে স্তম্ভিত করেছে। প্রথম রায়টি হল, কোনও শিশুর পোশাকের উপর থেকে কোনও অবাঞ্ছিত স্পর্শ যৌন হেনস্থার আওতায় আসবে না। ঠিক তার দুদিন পর আরও একটি বিতর্কিত রায়ে তিনি বলেছেন, কোনও নাবালক বা নাবালিকার প্যান্টের চেন খোলা বা পুরুষাঙ্গ দেখানো যৌন হেনস্থা নয়। এই দুটি রায়ই সারা দেশে প্রবল উদ্বেগের জন্ম দিয়েছে, যা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে শিশুদের নিরাপত্তাকে। এআইএমএসএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি মনে করে, এই রায় অপরাধীদের এই ধরনের হীন কাজ করার প্রবণতা বাড়িয়ে দেবে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই রায়ের তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে তা পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।