যৌথ প্রতিবাদ দিবস বামপন্থী মহিলা সংগঠনগুলির

দার্জিলিং

জীবন-জীবিকা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা, নারী নির্যাতন ও নারীর প্রতি হিংসাত্মক আচরণ বন্ধ করা এবং সাম্প্রদায়িক রাজনীতি নির্মূল করার দাবিতে ২৮ আগস্ট সর্বভারতীয় স্তরে ছ’টি বামপন্থী মহিলা সংগঠনের যৌথ উদ্যোগে প্রতিবাদ দিবস পালিত হয়। এ দিন পশ্চিমবঙ্গের ১৮টি জেলায় এআইএমএসএস সহ এআইডিডব্লিউএ, এনএফআইডব্লিউ, এনবিএমএস, এআইএএমএস এবং এআইপিডব্লিউএ এই ছ’টি বাম মহিলা সংগঠনের পক্ষ থেকে যুক্তভাবে প্রতিবাদ সভা, মিছিল, বিক্ষোভ ইত্যাদি কর্মসূচি রূপায়ণ করা হয়। এআইএমএসএস সর্বত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দাবিগুলির পক্ষে আন্দোলন শক্তিশালী করার আহ্বান জানায়। করোনা বিপর্যয়ের এই বিশেষ পরিস্থিতিতেও রাজ্য জুড়ে হাজার হাজার মহিলা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

 

 

তমলুক
ক‍োচবিহার