চাকরির প্রতিশ্রুতি পূরণের দাবিসহ ৫ দফা দাবিতে ২২ ডিসেম্বর ‘যুবশ্রী’ প্রকল্পের অন্তর্ভুক্ত যুবকরা কলকাতায় বিক্ষোভ দেখায়। পিচমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির নবান্ন অভিযানের ডাকে সুবোধ মল্লিক স্কোয়ারে সমবেত হয়েছিলেন তাঁরা। এদিনের সমাবেশে যুবতীদের ভিড় ছিল লক্ষণীয়। সংগঠনের সভাপতি নির্মল মাঝি ও যুবনেতা সুপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকে যান। বৈঠকে প্রতিনিধিরা শ্রমমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর আট বছর আগের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে বলেন, অবিলম্বে যুবশ্রী প্রকল্প থেকে বেকার যুবকদের নিয়োগ করা হোক। যতদিন নিয়োগ না হচ্ছে ততদিন জীবন ধারণের উপযোগী ভাতা দেওয়া হোক। অ্যানেক্সচার-৩ ফর্ম বাতিল করা এবং বন্ধ হয়ে যাওয়া যুবশ্রী ভাতা পুনরায় চালু করার দাবিও জানানো হয়। শ্রমমন্ত্রী মনোযোগ দিয়ে প্রতিনিধিদের কথা শোনেন এবং তা পূরণ করার আশ্বাস দেন।