রাজ্যে তৃণমূল সরকার ২০১২ সালে ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক’ চালু করে এবং বর্তমানে এই ব্যাঙ্কে নথিভুক্ত বেকারের সংখ্যা ৩৩ লক্ষ৷ এর মধ্যে এক লক্ষ বেকার যুবক–যুবতীকে যুবশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করে মাসিক ১৫০০ টাকা ভাতা প্রদানের কথা ঘোষণা করে সরকার৷ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন ২০১৫ সালের মধ্যে এই প্রকল্পের অন্তর্ভুক্ত বেকারদের সমস্ত সরকারি শূন্যপদে নিয়োগ করা হবে৷
কিন্তু দীর্ঘ ছয় বছর কেটে গেলেও যুবশ্রীদের কোনও শূন্যপদে নিয়োগ করা হয়নি৷ এই অবস্থায় রাজ্যের যুবশ্রীদের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর এক গণকনভেনশন অনুষ্ঠিত হয় কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে৷ স্থায়ী চাকরি চাই, চাকরি না হওয়া পর্যন্ত বাজারমূল্য অনুযায়ী উৎসাহ ভাতা বৃদ্ধি করতে হবে, সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে, এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অন্তর্ভুক্ত সমস্ত বেকারদের চাকরি দিতে হবে– এই দাবিতে আন্দোলন তীব্রতর করতে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি গঠিত হয়৷ বর্ষীয়ান আইনজীবী ভবেশ গাঙ্গুলী, সোমনাথ ব্যানার্জী এবং অধ্যাপিকা সুচেতা কুণ্ডু উপদেষ্টা, নির্মল মাঝি সভাপতি এবং নিতাই বসাক ও চন্দ্রকান্ত কুইল্যা যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হন৷ এরপর এই সমিতির নেতৃত্বে নবান্ন অভিযান হয়৷