সকল বেকারের কাজ অথবা বেকারভাতা, মদ নিষিদ্ধ করা, নারীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ২৪ নভেম্বর শ্যামনগরের সারদা কুটিরে এআইডিওয়াইও উত্তর ২৪ পরগণা তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হল৷ শ্যামনগর স্টেশন থেকে একটি সুসজ্জিত মিছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সম্মেলনস্থলে পৌঁছয়৷ শহিদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়৷ প্রতিনিধি অধিবেশনের কাজ পরিচালনা করেন জেলা সম্পাদক কমরেড পতিতপাবন মণ্ডল৷ প্রতিনিধি অধিবেশনে সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড নিরঞ্জন নস্কর এবং প্রকাশ্য সমাবেশে এস ইউ সি আই (সি) জেলা কমিটির সম্পাদক কমরেড প্রদীপ চৌধুরী ও সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জ্ঞানতোষ প্রামাণিক বক্তব্য রাখেন৷ কমরেড কৃষ্ণেন্দু নন্দীকে সভাপতি এবং গৌতম বিশ্বাসকে সম্পাদক করে ১৬ জনের জেলা কমিটি ও ১২ জনের জেলা কাউন্সিল গঠিত হয়৷