প্যালেস্টাইনের গাজা সহ দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধে শিশু হত্যার প্রতিবাদে ১৪ এপ্রিল কোচবিহারের হলদিবাড়ি বাজারে মিছিল করল এস ইউ সি আই (সি) দলের কিশোর সংগঠন কমসোমল। শিশু-কিশোররা মিছিল থেকে আওয়াজ তোলে, ‘মৌলবাদ নিপাত যাক’, ‘শিশুঘাতী যুদ্ধ বন্ধ করো’।
কমসোমলের সংগঠক প্রদীপ রায় বলেন, গাজায় যে ভয়াবহ যুদ্ধ চলছে। ইউক্রেনে, ইরাকের যুদ্ধে বহু শিশু প্রাণ হারিয়েছে। যুদ্ধ বন্ধের দাবিতেই এই মিছিল। পার্শ্ববর্তী বাংলাদেশ সহ দেশে দেশেই মৌলবাদ আজ মানবজাতির কাছে বড় বিপদ। এই মিছিল মৌলবাদের বিরুদ্ধেও। মৌলবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কমসোমলের উদ্যোগে কিশোরদের নিয়ে নিয়মিত দেশের নবজাগরণের মহাপুরুষ ও স্বাধীনতা সংগ্রামীদের জীবন সংগ্রাম চর্চা করা হয়।