Breaking News

যুদ্ধ চাই

মান থাকে না, চালাও কামান

বিমান হানাও দরকারি,

মরে মরুক পডুক লাশ

আদেশ যখন সরকারি৷

 

সীমান্তে দুই দেশপ্রেমিক

যুদ্ধ যুদ্ধ তাদের বাই,

বোকায় বলে ‘মারিস কারে

হতে পারে তোরই ভাই৷

 

সরকারি কান শুনতে না পায়

যুদ্ধ বাজার চাঙ্গা যে,

আর দেরি নয় নাই সংশয়

শত্রু নিধন আন্দাজে৷

 

কেউ বা বলে ভাবছো কী হে,

কেমন তুমি বেআক্কেল?

বাজার এখন গরমাগরম

চালাও লডাই সার্জিকাল৷

 

পাডার মোড়ে হাত পা নেড়ে

কে যেন রে যুদ্ধ চায়?

বুদ্ধ অশোক শোকে পাথর

আমজনতা লজ্জা পায়৷

 

নুন আনতে পান্তা ফুরায়

তারও বড় যুদ্ধে সুখ

যুদ্ধ এখন পথে ঘাটে

যুদ্ধ এখন সর্বভুক৷

 

ভোট মরশুম চলবে নিঝুম

হামলা যখন সীমান্তে

কোলের ছেলে আস্তে কাঁদিস

ভাত জোটে না দিনান্তে৷

 

নেতায় নেতায় ভরবে উঠান

পরবে মালা বীর শহিদ,

যুদ্ধ বড দরকারি ভাই

পুঁজিবাদের শক্ত ভীত৷

 

দেশপ্রেমের বইছে বাতাস

আসছে বুঝি আচ্ছে দিন

বাডুক বেকার থাক হাহাকার,

যুদ্ধ রঙে সব রঙিন৷

 

             দয়াময় ব্যানার্জী

        রঘুনাথপুর, পুরুলিয়া

(গণদাবী : ৭১ বর্ষ ২৯ সংখ্যা)