যুদ্ধবিরোধী মিছিল জয়নগরে

মহান লেনিন-স্ট্যালিনের হাতে গড়া সমাজতন্তে্রর পথ ছেড়ে সোভিয়েত রাশিয়া আজ সাম্রাজ্যবাদী চরিত্র অর্জন করে ইউক্রেনের উপর বর্বর আক্রমণ চালাচ্ছে। এর বিরুদ্ধে ৫ মার্চ স্ট্যালিন প্রয়াণ দিবসে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল জয়নগর মজিলপুরে শিবনাথ শাস্ত্রী ভবন (টাউন হল)-এর সামনে থেকে শুরু হয়ে সৃজনী ক্লাব ময়দানে শেষ হয়। নেতৃত্ব দেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, সম্পাদকমণ্ডলীর সদস্য নন্দ কুণ্ডু, সুজাতা ব্যানার্জী, তরুণকান্তি নস্কর, রাজ্য কমিটির সদস্য মাদার নস্কর, নন্দ পাত্র, জয়কৃষ্ণ হালদার সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া ও মার্কিন সাম্রাজ্যবাদকে দায়ী করে বিশ্ব জুড়ে জঙ্গি শান্তি আন্দোলন গড়ে তোলার আহ্বান করা হয়।

গণদাবী  ৭৪ বর্ষ ৩০ সংখ্যা ১১ মার্চ ২০২২