এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২২ এপ্রিল এক প্রেস বিবৃতিতে বলেন, মহান বিজ্ঞানী ডারউইনের বিবর্তন সংক্রান্ত ঐতিহাসিক আবিষ্কারকে স্কুলপাঠ্য থেকে বাদ দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এটা শুধুমাত্র বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার উপর আক্রমণ নয়, বরং দেশের তরুণ প্রজন্মকে যুক্তিহীনতা এবং অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দেওয়ার এক ফ্যাসিবাদী ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র শিক্ষাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার উদ্দেশ্যে নির্মিত। ভারতীয় নবজাগরণের উদগাতাদের ও স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে পদদলিত করে দেশবাসীর চিন্তাপ্রক্রিয়া ও সংস্কৃতিকে ধ্বংস করার সর্বাত্মক ফ্যাসিবাদী পদক্ষেপ এটি।
আমরা সারা দেশের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শিক্ষাপ্রেমী মানুষের কাছে আবেদন জানাই, এই অশুভ পদক্ষেপ বানচাল করার জন্য আওয়াজ তুলুন। না হলে শিক্ষার মাধ্যমে মানুষকে যুক্তিবাদী করে গড়ে তোলার প্রক্রিয়াটা ধ্বংস হয়ে যাবে।