১২ মার্চ অনুষ্ঠিত হল এআইডিএসও-র যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের একাদশতম ছাত্র সম্মেলন। শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিল সহ দেশের শ্রমিক কৃষক ও প্রান্তিক শ্রেণির মানুষের উপর কেন্দ্রের বিজেপি সরকার যে ভয়াবহ আক্রমণ নামিয়ে আনছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এই সম্মেলন। সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও সংঘ পরিবারের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানায় এই সম্মেলন। ছাত্রী ও নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ হয় সম্মেলনে উপস্থিত ছাত্রছাত্রীরা।
কমরেড মুস্তাক আহমেদ মোল্লাকে সভাপতি, কমরেড অনন্যা নন্দীকে সম্পাদক ও কমরেড আর্য দত্তকে কোষাধ্যক্ষ করে ১৮ জনের শক্তিশালী কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটি আগামী দিনে ক্যাম্পাসে ছাত্র আন্দোলন গড়ে তোলা সহ যুক্ত আন্দোলন ও যে কোনও সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বদ্ধপরিকর।