কখনও অভয়ার ন্যায়বিচারের দাবি, কখনও প্যালেস্টাইনের উপর সাম্রাজ্যবাদী ইজরায়েলের হানাদারির বিরোধ, কখনও আবার শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি– যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২৪ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান বারবার মুখরিত হল ছাত্রছাত্রীদের প্রতিবাদী স্বরে। ক্যাম্পাস জুড়ে আলোড়ন তুলল এআইডিএসও যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রছাত্রীদের এই প্রতিবাদ।