Breaking News

যথেচ্ছ বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস পালন অ্যাবেকা-র

তারাতলা

গড় বিলের পর মিটার রিডিং-এর বিশাল অঙ্কের বিল রি-জেনারেট করতে হবে। প্রতি মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে। ওড়িশা, উত্তরপ্রদেশ সহ সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্যুৎ বন্টন ব্যবস্থাকে ব্যক্তি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে। কয়লাখনিগুলিকে দেশি-বিদেশি পুঁজিপতিদের কাছে বিক্রি করা চলবে না। জনবিরোধী বিদ্যুৎ আইন (সংশোধনী) বিল-২০২০ প্রত্যাহার করতে হবে। এই দাবিতে ১৮ আগস্ট অল বেঙ্গল ইলেকিCসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)-র ডাকে সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করা হয়। জেলায় জেলায় বিদ্যুৎ অফিসগুলিতে বিক্ষোভ দেখানো হয় ও স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে এই স্বেচ্ছাচারী বিদ্যুৎ বিলের প্রতিবাদে সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

রাসবিহারী

(ডিজিটাল গণদাবী-১৫_২০ আগস্ট, ২০২০)