৩ ডিসেম্বর বিপ্লবী শহিদ ক্ষুদিরামের জন্মদিবস রাজ্যের সর্বত্র মর্যাদা সহকারে পালিত হয়৷ মুর্শিদাবাদের বহরমপুরে লালদিঘির পাড়ে ওই দিন বিপ্লবী শিল্পী তাপস দত্ত নির্মিত শহিদ ক্ষুদিরামের অনন্য সাধারণ পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তিতে এস ইউ সি আই (সি) দলের জেলা সম্পাদক কমরেড সাধন রায় সহ নেতৃবৃন্দ মাল্যার্পণ করেন৷ ওই দিন বিকেলে বহরমপুর টাউন মনীষা স্মারক সংস্থার উদ্যোগে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মাল্যদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ বক্তব্য রাখেন সংস্থার সভাপতি কুণাল বিশ্বাস, লিপিকা মেমোরিয়াল গার্লস হাইসুক্লের প্রধান শিক্ষিকা কাবেরী বিশ্বাস এবং প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ তরুণ মণ্ডল৷ বর্তমান সমাজের নীতি–নৈতিকতা, মূল্যবোধের চরম অবক্ষয়, সুবিধাবাদী নীতিহীন রাজনীতি চর্চার বিপরীতে ক্ষুদিরামের মতো বিপ্লবীর জীবন চর্চার প্রয়োজনীয়তার উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন৷ সঙ্গীত, আবৃত্তি এবং ‘কেতন’ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের গীতি আলেখ্য পরিবেশিত হয়৷ উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজর্ষি চক্রবর্তী ও ডঃ বিশ্বনাথ গঙ্গোপাধ্যায় সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তি৷