এ আই ইউ টি ইউ সি-র সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত ১ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, ২৮ আগস্ট এক সার্কুলারের মাধ্যমে ১৯৭২ সালের দানবীয় এবং স্বৈরাচারী ‘ফান্ডামেন্টাল রুল এবং সিসিএস (পেনশন) রুলের ৪৮ নম্বর ধারাকে কাজে লাগিয়ে যে কোনও সময় সরকারি কর্মচারীদের ছাঁটাইয়ের নিরঙ্কুশ অধিকার নির্দিষ্ট কিছু আমলার হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মচারীদের বহু কষ্টার্জিত অধিকারের উপর এ এক মারাত্মক আঘাত। এই ফ্যাসিবাদী অপচেষ্টাকে সর্বশক্তি দিয়ে রুখতে হবে।
এই স্বৈরাচারী আদেশ অবিলম্বে পুরোপুরি প্রত্যাহার করার দাবি জানাচ্ছি আমরা। দেশের মেহনতী মানুষ বিশেষত সরকারি কর্মচারীদের কাছে আমাদের আবেদন এই সার্কুলার প্রত্যাহারে সরকারকে বাধ্য করার জন্য শক্তিশালী ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হোন।