70 Year 32 Issue 30 March 2018
অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠনের ময়না শাখার উদ্যোগে ৯ মার্চ ময়না বি ডি ও এবং এ ডি এ অফিসে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ ধান, পান সহ কৃষিপণ্যের লাভজনক দাম, ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্পে দুর্নীতি বন্ধ, শ্রীরামপুর অ্যাপ্রোচ রোড দ্রুত সম্পন্ন করা, আড়ং কিয়ারানা ও রামচন্দ্রপুর পিএইচসি–তে স্থায়ী চিকিৎসক ও ১০টি বেড চালু, পুরষাঘাটে কংসাবতী নদীর উপর কংক্রিট ব্রিজ নির্মাণ সহ ১২ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হয়৷ দুই শতাধিক কৃষিজীবী ও শ্রমজীবী মানুষ সুসজ্জিত মিছিল সহ ময়না বাজার পরিক্রমা করে৷ এই বিক্ষোভ ও ডেপুটেশনে নেতৃত্ব দেন বিবেক রায়, পরিমল পাত্র, জগদীশ মাইতি৷ বি ডি ও দাবিগুলির সঙ্গে সহমত হন এবং তাঁর এক্তিয়ারভুক্ত দাবিগুলি পূরণে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন৷