ম্যানহোলে শ্রমিক-মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ কলকাতা কর্পোরেশনে

গত ২ ফেব্রুয়ারি বানতলায় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না করেই ম্যানহোলে ড্রেন সাফাইয়ের কাজ করতে গিয়ে ৩ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এবং শ্রমিক সুরক্ষা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পৌর প্রশাসন ও তাদের নিযুক্ত কন্ট্রাক্টররা যে ভাবে ম্যানহোলে কাজ করিয়েছেন তার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা এবং মৃত্যু। এই হৃদয়বিদারক ঘটনা ঘটতেই পারত না যদি আইন অনুযায়ী শ্রমিকদের উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা করা হত। নিরপেক্ষ তদন্ত করে শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, মৃতদের পরিবারগুলির প্রতিটিকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি এবং রাজ্যের সমস্ত পৌরসভাকে ২০১৩ সালের আইন ও সুপ্রিম কোর্টের রায় মেনে শ্রমিকের উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা ছাড়া কোনও কাজ না করানোর দাবিতে ৪ ফেব্রুয়ারি এআইইউটিইউসি-র নেতৃত্বে ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশ থেকে এক বিক্ষোভ মিছিল হয়। মিছিল কলকাতা কর্পোরেশনের সামনে পৌঁছলে পুলিশ এগোতে বাধা দেয়। ওখানেই বিক্ষোভ হয় এবং কলকাতা কর্পোরেশনের মেয়রের কাছে এআইইউটিইউসি রাজ্য সম্পাদক অশোক দাসের নেতৃত্বে ৪ জনের প্রতিনিধিদল দাবিপত্র দেন। মেয়র প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানান।