Breaking News

ম্যানহোলে শ্রমিক মৃত্যুর দায় সরকারেরই

কলকাতার মেয়রের নিকট এঁআইইউটিইউসির ডেপুটেশন

২ ফেব্রুয়ারি বানতলার চর্মনগরীতে ম্যানহোলে নেমে ৩ জন ঠিকা শ্রমিকের মৃত্যুর প্রেক্ষিতে এসইউসিআই(সি) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, ম্যানহোলে নেমে ৩ জন ঠিকা শ্রমিকের মৃত্যু আসলে সরকারের প্রাতিষ্ঠানিক খুনেরই নামান্তর। ম্যানহোলে শ্রমিক নামানো সম্পর্কিত সুপ্রিম কোর্টের সুরক্ষা বিষয়ক সতর্কতামূলক নির্দেশ থাকা সত্ত্বেও সরকার নিযুক্ত ঠিকাদার সংস্থার দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য হতদরিদ্র ঠিকা শ্রমিকের মৃত্যুর সম্পূর্ণ দায় সরকারেরই। প্রথম জন উঠে না এলেও তারপর আরও ২ জনকে নামিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অমানবিক কাজ আর হয় না। তিন বছর আগে কুঁদঘাটে ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং এমন ঘটনা এই শহরে বারবার ঘটছে।

আমরা সরকারের সংশ্লিষ্ট দফতরের যাঁরা এই কাজ দেখভাল করেন তাঁরা সহ ঠিকাদারদের কঠোর শাস্তির দাবি করছি। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক মৃত শ্রমিকদের পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবি করছি আমরা। আমাদের আরও দাবি, কোনও ভাবেই যাতে এই ধরনের মর্মান্তিক মৃত্যু না ঘটতে পারে, তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং সেগুলি যাতে কার্যকর হয় তার দায়িত্ব সরকারকেই নিতে হবে।