ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগণার হাজার হাজার পরিবার। পাশাপাশি করোনা ও লকডাউনে মানুষের জীবিকা-সংস্থান অনিশ্চিত হয়ে রয়েছে। এরকম সময়ে দুর্গত পরিবারের শিশু কিশোরদের পাশে দাঁড়ালো এসইউসিআই(সি)-র কিশোর সংগঠন কমসোমল।
সংগঠন এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল রাজ্য জুড়ে। এই আহ্বানে এগিয়ে আসেন দরদি মানুষজন। শুধু অভিভাবকরা নয়, কমসোমল ব্রিগেডের শিশু-কিশোরও তুলে দেয় অর্থসাহায্য। তারা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের কাছে সহযোগিতার আবেদন করে এবং নিজের জমানো টাকা, যা দিয়ে কেউ ভেবেছিল নতুন ব্যাগ বা জামা কিনবে, আবার কেউ ভেবেছিল অন্য কাজে খরচ করবে, সেই টাকাও তুলে দেয় সংগঠনের হাতে। তাদের করা সাহায্য-অর্থ দিয়ে, বেশ কিছুদিন ধরেই কমসোমল জেলায় জেলায় ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করছিল।
২৮ জুন দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে পাঁচমাথার মোড়ে ১৬৫ জন শিশু-কিশোরকে খাদ্য-বস্ত্র-শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন কমসোমলের রাজ্য ইনচার্জ সপ্তর্ষি রায়চৌধুরী ও রাজ্য বডির সদস্য শুভেন্দু মণ্ডল সহ এসইউসিআই(সি)-র জেলা ও মৈপীঠ অঞ্চলের নেতৃবৃন্দ।