Breaking News

মে দিবস পালন করলেন বাইক-ট্যাক্সি চালকরা

১ মে কলকাতা সাবার্বান বাইক ট্যাক্সি ইউনিয়নের চালকেরা মে দিবসের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি মিছিল করে সুবর্ণ বণিক সমাজ হলে সমবেত হন। সেখানে কাশ্মীরে নিহতদের স্মরণে নীরবতা পালন ও দোষীদের কঠোরতম শাস্তি দাবি করা হয়। বাইক ট্যাক্সি চালকরা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সে সংক্রান্ত প্রশ্নের জবাব দেন ইউনিয়নের সম্পাদক কমরেড দেবু সাউ। তিনি দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলবার আহ্বান জানান। সভায় মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এ আই ইউ টি ইউ সি কলকাতা জেলা সম্পাদক কমরেড আয়সানুল হক। সভা পরিচালনা করেন সংগঠনের সভাপতি কমরেড শান্তি ঘোষ।