এআইইউটিইউসি–র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য ২ এপ্রিল এক বিবৃতিতে বলেন, ‘১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ সারা বিশ্ব জুড়ে যথাযোগ্য মর্যাদায় আবেগ ও উৎসাহের সঙ্গে পালিত হয়৷ ভারতবর্ষে সর্বপ্রথম এই রাজ্যে ১৯৬৭ সালে প্রথম যুক্তফ্রন্ট সরকার এই দিনটির ঐতিহাসিক গুরুত্বকে স্মরণে রেখে ১ মে ছুটির দিন হিসাবে ঘোষণা করে৷ এরপর অনেক সরকার এসেছে– তাদের ঝান্ডার রঙ যাই হোক না কেন, প্রত্যেকেই এই দিনটি যাতে শ্রমিক কর্মচারীরা নানাভাবে পালন করতে পারেন তাই ছুটি ঘোষণা করে শ্রমিক–কর্মচারীদের আবেগকে সম্মান দিয়েছে৷ ইতিমধ্যেই ভারতবর্ষে অন্যান্য রাজ্যেও ১ মে–র প্রতি উত্তরোত্তর আবেগ পরিলক্ষিত হচ্ছে৷
এবারই প্রথম তৃণমূল সরকার মে দিবসের বিশেষ গুরুত্বকে হ্রাস করে ১ মে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে৷ আমরা এর তীব্র প্রতিবাদ করে দাবি জানাচ্ছি–১ মে যথারীতি ছুটির দিন হিসাবে ঘোষণা করা হোক এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরিবর্তিত নির্ঘণ্ট ২ মে করা হোক৷
একই দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়ন রাজ্যপালকে চিঠি দিয়ে ১ মে নির্বাচন না করার দাবি জানিয়েছে৷ রাজ্যের ১৩টি সরকারি কর্মচারী সংগঠনও একই দাবিতে স্মারকলিপি দেয়৷
70 Year 34 Issue13 April, 2018