Breaking News

মোবাইল রিচার্জের মাশুল বৃদ্ধির প্রতিবাদ

জিও, ভোডাফোন, এয়ারটেল সহ নানা বেসরকারি টেলিকম কোম্পানির ব্যাপক মুনাফা সত্ত্বেও নেট প্যাক ও রিচার্জের মাশুলবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে এআইডিওয়াইও। সংগঠনের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে গত ৩০ ডিসেম্বর ২০২১ থেকে ৪ জানুয়ারি ২০২২ সারা ভারত প্রতিবাদ সপ্তাহ পালন করা হয় ও গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। ৩ জানুয়ারি নেট প্যাক রিচার্জের মাশুলবৃদ্ধির প্রতিবাদে অল ইন্ডিয়া ট্রাই অফিসে গণ ই-মেইল পাঠানো হয়। দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছেন।

পশ্চিমবাংলার সমস্ত জেলাতে কয়েক হাজার মানুষ ইস্টার্ন জোনের ট্রাই দপ্তরে গণ ইমেল করেছেন। নদিয়ার কৃষ্ণনগরের কোর্ট মোড়ে (ছবি) এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ আই ডি ওয়াই ও-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কমরেড অঞ্জন মুখার্জি সহ জেলার নেতৃবৃন্দ। সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড নিরঞ্জন নস্কর বলেন, সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলকে অকেজো করে দিয়ে সম্পূর্ণ সরকারি সহযোগিতায় বেসরকারি টেলিকম সংস্থাগুলোকে দখলদারি কায়েম করার সুযোগ করে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। এর বিরুদ্ধে যদি ইমেইল এর মাধ্যমে প্রতিবাদী জনমতকে তোয়াক্কা না করা হয়, তা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

গণদাবী ৭৪ বর্ষ ২৩ সংখ্যা ২১ জানুয়ারি ২০২২