মেরুদণ্ড সোজা রেখে পথ হাঁটে সুশ্রীতা সরেন

যে শাসক ক্ষমতার দম্ভে অন্ধ

সে কি জানে একদিন তারও দিন শেষ হবে!

যে মানুষ অন্যায়ের প্রতিবাদ করে না,

নীরব কিংবা উদাসীন

সে কি জানে যে কোনও দিন

সে-ও আক্রান্ত হতে পারে!

যে পুলিশ শাসকের তাঁবেদারিতে ব্যস্ত

ন্যায়-অন্যায়ের ফারাক বোঝে না,

লাঠি উঁচিয়ে ছাত্র পেটায়–

সে কি জানে তার নিজ সন্তান

তার কৃতকর্মে লজ্জিত!

যে লেখক, কবি, বুদ্ধিজীবী, শিক্ষক

শাসকের গোলামি করে

পদ ও প্রাচুর্যের আশায়,

সে কি জানে সকল মেরুদণ্ড বিক্রয়যোগ্য নহে!

যে সমাজ প্রাচুর্যের প্রতিযোগিতায় পথভ্রষ্ট,

সে কি জানে দাসত্বের মধ্যে কৃতিত্ব নেই, আছে গ্লানি!

যে মেরুদণ্ডী আজ সরীসৃপে পর্যবসিত

সে কি জানে– অনেক অত্যাচারেও

মেরুদণ্ড সোজা রেখে পথ হাঁটে সুশ্রীতা সরেন।

জিশু সামন্ত