70 Year 33 Issue 6 April, 2018
মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ মহিলা রোগীদের ন্যূনতম সম্মানের সঙ্গে নিরাপত্তা দিতে চূড়ান্ত ব্যর্থ৷ ২৬ মার্চ সন্ধ্যায় এক রোগিনীকে স্ক্যান করাতে হাসপাতালের অভ্যন্তরেই স্ক্যান সেন্টারে পাঠান হাসপাতালের চিকিৎসকরা৷ স্ক্যান সেন্টারের অভ্যন্তরে ওই রোগিনীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ৷ বিস্ময়ের বিষয়, ওই সেন্টারে কোনও মহিলা কর্মী নেই৷ পিপিপি মডেলের এই সেন্টার–‘আমাদের দ্বারা পরিচালিত নয়’ বলে কর্তৃপক্ষ নির্লজ্জভাবে দায় এড়াচ্ছেন৷
অথচ এই সব সংস্থাকে হাসপাতালের ভিতরে ব্যবসা করতে দিয়েছে সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ৷ যারা শুধু মুনাফার স্বার্থে কোনও টেকনিশিয়ান এবং মহিলা কর্মী পর্যন্ত রাখেনি৷ যার পরিণতিতে অত্যন্ত নিম্নমানের পরিষেবা থেকে শুরু করে এই ধরনের কদর্য ঘটনাও ঘটছে৷
এই অবস্থার প্রতিকারের দাবিতে ২৮ মার্চ এস ইউ সি আই (সি) পশ্চিম মেদিনীপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে হাসপাতাল সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হয়৷