মেদিনীপুরে বিদ্যুৎ গ্রাহক সম্মেলন

অ্যাবেকার আহ্বানে ৪ সেপ্টেম্বর পাঁচ শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর (উত্তর) জেলার ১৯ তম বিদ্যুৎগ্রাহক সম্মেলন। শুরুতে মেদিনীপুর স্টেশন থেকে গ্রাহক-মিছিল শহর পরিক্রমা করে হলে পৌঁছায়। সম্মেলনে সভাপতিত্ব করেন মধুসূদন মান্না। প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস। বক্তব্য রাখেন রাজ্য সহসভাপতি অমল মাইতি ও অধ্যাপক জগবন্ধু অধিকারী। এ ছাড়াও বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের জেলা সম্পাদক চন্দন রায় প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যুতের বেসরকারিকরণ রোধে, জনবিরোধী বিদ্যুৎ বিল ও স্মার্ট মিটার বাতিলের দাবিতে জেলায় জেলায় গ্রাহক কমিটি গড়ে উঠছে। স্মার্ট মিটার না বসানোর আবেদনপত্র রাজ্য জুড়ে জমা পড়ছে।সম্মেলন থেকে অশোক ঘোষকে সম্পাদক এবং মধুসূদন মান্নাকে সভাপতি করে ৬৮ জনেরজেলা কমিটি গঠিত হয়।