Breaking News

মেডিকেল কাউন্সিলে নিরপেক্ষতা ফেরানোর দাবি

 

ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল–এর টিচিং এবং রেজিস্টার্ড মেডিকেল প্র্যাক্টিশনার্স উভয় কনস্টিটুয়েন্সিতেই সার্ভিস ডক্টরস ফোরাম এবং মেডিকেল সার্ভিস সেন্টার যৌথভাবে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে৷

সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাল এবং মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডাঃ অংশুমান মিত্র জানান, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে কর্তাব্যক্তিদের অপদার্থতা এবং স্বজনপোষণ ও দুর্নীতি চলছে৷ কাউন্সিল নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে পরিচালিত না হওয়ার ফলে চিকিৎসার ও মেডিকেল শিক্ষার মান আজ তলানিতে এসে ঠেকেছে৷ ডাক্তার ও রোগীর পারস্পরিক বিশ্বাস বজায় রাখার ক্ষেত্রে মেডিকেল কাউন্সিল ভূমিকা পালন করতে ব্যর্থ৷ কেন্দ্রীয় সরকার যে ভাবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে ভেঙে দিয়ে চূড়ান্ত স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে ন্যাশনাল মেডিকেল কমিশন তৈরি করতে চলেছে তার ফলেসমস্ত রকম গণতান্ত্রিক পরিবেশ বিলুপ্ত হবে৷

এই দুই সংগঠন নির্বাচনকে চিকিৎসক ও রোগীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনের অঙ্গ হিসাবেই দেখছে৷ তাদের দাবি, মেডিকেল কাউন্সিলের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে, রোগী ও চিকিৎসকদের স্বার্থে মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্যদের নিরপেক্ষভাবে কাজের পরিবেশ তৈরি করতে হবে৷ তাঁরা বলেন, মেডিকেল কাউন্সিলের সৎ ও সাহসী, বিজ্ঞানমনস্ক, নিরপেক্ষ এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একদল প্রতিবাদী চিকিৎসক চাই৷ তাই সকল চিকিৎসকদের কাছে এই দুই সংগ্রামী চিকিৎসক সংগঠন তাদের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছে৷

(৭০ বর্ষ ৪৬ সংখ্যা ৬ জুলাই, ২০১৮)