হোস্টেল অ্যালটমেন্টের অত্যন্ত ন্যায়সঙ্গত দাবিতে কলকাতা মেডিকেল কলেজের ছাত্ররা যে অনশন আন্দোলন শুরু করেছেন তার প্রতি সংহতি জানিয়ে এবং সমস্যা সমাধানে কর্তৃপক্ষের তীব্র উদাসীনতার প্রতিবাদে ১৭ জুলাই প্রিন্সিপালের অফিসের সামনে বিক্ষোভ দেখায় ডিএসও৷ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও কলকাতা জেলা সভাপতি কমরেড অনুপম পাণি, রাজ্য কমিটির সদস্য ডাঃ কবিউল হক ও ডাঃ অনুপম ভট্টাচার্য৷ সভা পরিচালনা করেন রাজ্য কমিটির সদস্য ডাঃ শামস মুসাফির৷ আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছে সরকারি ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম (এসডিএফ) এবং স্বেচ্ছাসেবী সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার (এমএসসি)৷ এসডিএফ–এর সম্পাদক ডাঃ সজল বিশ্বাস এবং এমএসসি–র সম্পাদক ডাঃ অংশুমান মিত্র বলেন, কলেজে ছাত্রদের হোস্টেল বন্টন ব্যবস্থা স্বচ্ছ ও যুক্তিসম্মত উপায়ে হওয়া উচিত যা ভীষণভাবে লঙিঘত হচ্ছে৷ ডিএসও–র রাজ্য সভাপতি ডাঃ মৃদুল সরকার দাবি জানান, মেডিকেল কলেজের সমস্ত এমবিবিএস ছাত্রছাত্রীদের জন্য স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হোস্টেল অ্যালটমেন্টের ব্যবস্থা করতে হবে, হোস্টেলের সমস্ত অব্যবস্থা দূর করতে হবে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ চলবে না৷
(৭০ বর্ষ ৪৯ সংখ্যা ২৭ জুলাই, ২০১৮)