ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ৩ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের মেছেদার ট্রাস্ট ভবনে ৪৩তম বার্ষিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের উপদেষ্টা ডাঃ অশোক সামন্ত। সকালে এক স্বাস্থ্য সেমিনারে হাড়ের ক্ষয় রোগ সম্পর্কে বক্তব্য রাখেন অর্থোপেডিক সার্জেন ডাঃ বুদ্ধদেব নায়ক ও মুখগহ্বরের সংক্রমণজনিত সমস্যার প্রতিকার বিষয়ে বক্তব্য রাখেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ রিজাবুল হোসেন মল্লিক। এলাকার পঞ্চাশোর্ধ ৪০ জন মানুষের দাঁত, চোখ ও অস্থিমজ্জার ক্ষয়জনিত পরীক্ষা করা হয় বিনামূল্যে। বিকালে ‘লক্ষণবিহীন জ্বর’ বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ পিজি মহাপাত্র, ডাঃ মৈনাক মাইতি। ‘শ্বাসনালীর রোগ ও প্রতিকারে আধুনিক চিকিৎসা’ বিষয়ে আলোচনা করেন ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালের ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টের ইনচার্জ ডাঃ চন্দন কুমার শিট। এ ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া ও ডাঃ রমেশ বেরা, ডাঃ মানব বেরা প্রমুখ।
স্বাস্থ্য সেমিনার সঞ্চালনা করেন ডাঃ ভবানী শঙ্কর দাস ও অসীম গিরি গোস্বামী। সেমিনারে দেড় শতাধিক রেজিস্টার্ড এবং নন-রেজিস্টার্ড চিকিৎসকের প্রশ্নোত্তর পর্ব ছিল প্রাণবন্ত। সন্ধ্যায় সঙ্গীত-নৃত্য-আবৃত্তি ও দুটি নাটক ‘পুরনো সুবাস’ এবং ‘মহেশ’ মঞ্চস্থ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ রফিকুল হক। ট্রাস্টের সম্পাদক তপন ভৌমিক সকলকে ধন্যবাদ জানান।