রাজ্যের ওয়াই সি পি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ২৬ জুলাই অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে বিক্ষোভ মিছিল করে এস ইউ সি আই (কমিউনিস্ট)।
মূল্যবৃদ্ধি, ট্যাক্স বৃদ্ধিতে জনজীবন অন্যান্য প্রদেশের মতো এখানেও বিপর্যস্ত। সরকারি স্কুল, হাসপাতাল সহ রাষ্ট্রায়ত্ত সমস্ত সংস্থা ধীরে ধীরে তুলে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে। সেচের জলে মিটার লাগিয়ে দিয়ে কৃষকদের কাছ থেকে টাকা আদায় চলছে। এদিকে ফসলের ন্যায্য দাম নেই, ন্যূনতম সহায়ক মূল্যও নেই। অবিলম্বে এই সমস্যাগুলি সমাধানের দাবিতেই ছিল এই মিছিল। শ্রমিক, কৃষক, মহিলা, যুবক, ছাত্রদের এই মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক কমরেড ভি রাঘবেন্দ্র।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন রাজ্য সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এ এস অমরনাথ।